মোবাইল চোর ধরার সফটওয়ার তো জীবনে অনেক ব্যবহার করলেন, এটা ব্যবহার করেছেন কি?


PicsArt_1422766831198
আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন।
আশা করি ভালোই আছেন
আজকে আমি আপনাদের সাথেএমন একটি মজার সফটওয়্যার নিয়ে এসেছি, যা দিয়ে চোরকে ধরতে পারবেন হাতে নাতে, সফটওয়্যার টির নাম mabile alarm system pro গুগল প্লে ষ্টোর থেকে এটা
ডাউনলোড করতে হলে নগদ টাকা গুনতে হবে।এটার  মতো দেখতে একিই রকম আরো অনেক সফট ওয়্যার আছে, যেগুলো আসলে কোন কাজের নয়। আমার দেয়া এই সফটওয়্যার টি আপনি চোখ বুঝে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ১০০% কাজ করবে।১/ মোবাইলে কেউ হাত দিলে সাথে সাথে সাইরেন বেজে উঠবে২/ চার্জার এর সাথে কানেক্ট থাকলে, যদি কেউ কানেকশন খুলার চেষ্টা করে সাথে সাথে সাইরেন বেজে উঠবে৩/ মোবাইল যেখানে আছে, সেখান থেকে কেউ নাড়ানোর চেষ্টা করলে সাথে সাথে সাইরেন বেজে উঠবে৪/ এছাড়া আরো অনেক অপশন আছে যেগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন।৫/ যেই মোবাইলে হাত দেবে তার ছবি তুলে পাঠাবে আপনার সেট করা ই-মেইলে।
ডাউনলোড করতে “Create download link” এখানে ক্লিক করবেন

0 Comment "মোবাইল চোর ধরার সফটওয়ার তো জীবনে অনেক ব্যবহার করলেন, এটা ব্যবহার করেছেন কি?"

Post a Comment