আপনার এলাকায় 3G নেই?? এবার আপনিও 3G ব্যবহার করুন [পাতিল থেরাপি ]


প্রথমে আমার সালাম নেবেন । আশা করি
ভালো আছেন । কারণ TrickBD.Com এর সাথে
থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের
দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে
এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর
কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

যা যা লাগবেঃ
১। পাতিল থেরাপি (আলমিনিয়াম)
২। একটা 3G সিম (অবশ্যই 3G প্যাক
থাকতে হবে)
৩। একটা 3G মডেম
৪। একটা USB কেবল (কম্পিউটারের
দোকানে পাবেন)
এবার প্রথমে পাতিল থেরাপির
সাথে USB কেবলটা ভালভাবে
বেধে নিন এবং একটা বাঁশ কিংবা
অন্য কিছু দ্বারা একটু উচু করুন।
তারপর USB কেবলের push in মাথায় 3G
মডেমটা লাগান আর অন্য প্রান্তটি
আপনার কম্পিউটারে লাগান।
দেখবেন আপনার কম্পিউটারে 3G
সংকেত দেখাচ্ছে।
আর কি এবার আরামছে 3G চালাতে
থাকুন।
তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ
এলাকায় 3G থাকতে হবে।

0 Comment "আপনার এলাকায় 3G নেই?? এবার আপনিও 3G ব্যবহার করুন [পাতিল থেরাপি ]"

Post a Comment